Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৭

মালেক এন্টারপ্রাইজের মালিক বারেক মিয়াকে জরিমানা করা হয়। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এলেঙ্গা কলেজ রোডে অবস্থিত মালেক এন্টারপ্রাইজকে দুই লাখ টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযান পরিচালনার সময় তিনি জানান, দীর্ঘদিন যাবত মালেক এন্টারপ্রাইজের মালিক বারেক মিয়া আমদানি করা ভারতীয়, মিশরীয় ও দেশের বিভিন্ন জেলার জিরার সঙ্গে নিম্নমানের জিরা মিক্স করে ‘ডায়মন্ড জিরা’ নামে মোড়কজাত করে বিক্রি করে আসছিলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভেজাল ও অবৈধ পণ্য বিক্রির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজমা আক্তারসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

বগুড়ায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত
১৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর