চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ভাতিজার ইটের আঘাতে চাচা খুন হয়েছেন। জায়গা-জমি নিয়ে ঝগড়ার সময় তিনি খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।
নিহত আবুল কালাম (৫৫) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের বাসিন্দা। তাকে হত্যায় অভিযুক্ত মোহাম্মদ হেলাল (২৮) তার বড় ভাইয়ের ছেলে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, জায়গা-জমি নিয়ে আবুল কালাম ও তার বড় ভাইয়ের পরিবারের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে সকালে কালামের সঙ্গে তার ভাতিজা হেলালের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ভাতিজা হেলাল চাচার মাথায় ইট দিয়ে আঘাত করে। গুরুতর আহত কালামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঘটনার পরই হেলাল পালিয়ে গেছে জানিয়ে ওসি বলেন, তাকে ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে।