Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:০০ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৭

আদালত চত্বরে সাংবাদিক আনিস আলমগীর।

ঢাকা: সন্ত্রাস বিরোধ আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) আনিস আলমগীরকে আদালতে তুলে তদন্ত কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, উত্তরা পশ্চিম থানার আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। তার আগে গতকাল সোমবার রাতে আনিস আলমগীরকে হেফাজতে নেয় ডিবি।

মামলার এজহারে বলা হয়েছে, আনিস আলমগীর এক মাস আগে বেসরকারি টিভির এক টকশোতে মন্তব্য করেন, আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। আসামি মেহের আফরোজ শাওন তার ভেরিফাইড ফেইসবুকে এ বছরের ২৬ নভেম্বর লকার উদ্ধারের ঘটনায় কটাক্ষ করে সরকারবিরোধী পোস্ট দেন। তিনি বলেন, একে তেলেসমাতি কারবার বলে। আসামি ইমতু রাতিশ ইমতিয়াজ তার ভেরিফাইড ফেইসবুক আইডিতে লকার উদ্ধারকে ‘এটাইসাইন্স’ বলে কটাক্ষ করে। এ ছাড়াও এই চার আসামিসহ অন্য আসামি পরস্পর যোগসাজশে অন্যদের বিভিন্ন সময়ে তাদের ভেরিফাইড ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল হতে বিভিন্ন প্রকার উস্কানিমূলক পোস্ট ও বক্তব্য দিয়ে দেশের জননিরাপত্তা বিপন্ন করা, অন্য ব্যক্তিকে হত্যার প্রচেষ্টা গ্রহণ করা এবং অন্য ব্যক্তিকে হত্যা-গুরুতর জখম করার ষড়যন্ত্র ও সহায়তা করার জন্য প্ররোচিত করে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, আনিস আলমগীরকে ডিবি লালবাগ বিভাগ ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে। সময় স্বল্পতার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। আসামির সহযোগী অন্যান্য পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে তাকে নিয়ে অভিযান পরিচালনা করলে পলাতক আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে। ঘটনায় আরও কোনো আসামি জড়িত আছে কি না তা জানার জন্য আসামিকে সাত দিনের রিমান্ড প্রয়োজন।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর