Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বক্তব্যের কাটপিস নয়, ভালো না লাগলে পুরো ব্লাক আউট করে দেবেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:২৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ২০:১৮

বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা কাউকে খাটো করব না। আমরা যেমন ৭১-কে সম্মান করব, তেমনি ২৪-কেও সম্মান করব। কারও অবদান খাটো করা সমীচীন হবে না। যার যার অবদানকে স্বীকৃতি দিতে হবে। তাহলে এই দেশে জ্ঞানীরা জন্ম নেবে, বীরেরা জন্ম নেবে।’

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা বীরদের গভীর শ্রদ্ধা দিয়ে স্মরণ করে যাব। যদি বীরদের শ্রদ্ধা করা না হয় তাহলে এই দেশে কোনো মায়ের কোলে বীরের জন্ম হবে না। আমি ২৪-এর বীরদের হৃদয় দিয়ে শ্রদ্ধা করি। রাজনৈতিক দল সমূহকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দেশকে ভুলে ব্যক্তিকেন্দ্রীক দলকানা চিন্তা করলে জাতি আমাদের ক্ষমা করবে না। দেশের স্বার্থে জাতির স্বার্থকে উপরে তুলে ধরতে হবে।’

বিজ্ঞাপন

সাংবাদিকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ আমরা যে কথাগুলো বলি, ভাল লাগলে হুবহু প্রকাশ করবেন। ভাল না লাগলে পুরোটা বাদ দেবেন। কিন্তু আমাদের বক্তব্যের খণ্ডিত অংশ দিয়ে সবাই না কেউ কেউ জাতিকে বিভ্রান্তিতে ফেলে দেন। আমাদের কষ্ট দেন। তাদের কাছ থেকে আল্লাহর দরবারে আশ্রয় চাই। ২/১ জনের কারণে গোটা সাংবাদিক সমাজ কেন লজ্জিত হবেন। যাদের বলা হয় জাতির বিবেক, তারা বিবেককে কেন লজ্জা দেবেন।’

তিনি বলেন, ‘বক্তব্যের কাটপিস নয়, ভালো না লাগলে পুরো ব্লাক আউট করে দেবেন। হোয়াইটকে ব্লাক বলবেন না। বক্তব্যের সেন্স পাল্টানো ঠিক হবে না। আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ। এটা ভুলে যাবেন না। তিনটা স্তম্ভকে ঠিক রাখার দায়িত্ব আপনাদের। এটাও ভুলে যাবেন না। সমাজের দুইটা অংশের কাজ সার্বজনীন। একটা রাজনৈতিক সমাজ, একটা সাংবাদিক সমাজ। তাই দুই অংশকে সমাজকে দেখতে হবে চতুর্দিকে। একদিক থেকে দেখলে চলবে না। খোলা চোখ দিয়ে দেখতে হবে। দুই চোখ দিয়ে দেখতে হবে। এক চোখ দিয়ে নয়। যাতে ইনসাফ কায়েম হয়।’

সাংবাদিকদের আরও বলেন, ‘আপনারা বিভিন্ন জায়গায় কাজ করতে দিয়ে নির্যাতিত হয়েছেন। সত্য তুলে ধরতে গিয়ে কারও কারও জীবনও গেছে। আমরা আপনাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা নিশ্চয়তা দিচ্ছি। সত্য নির্ভর সকল কাজে আমাদের সহযোগিতা পাবেন। সেটা যদি আমাদের বিপক্ষেও যায়। তবুও সহযোগিতা পাবেন। কিন্তু সত্যনির্ভর হতে হবে, মিথ্যা নির্ভর নয়।’

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা-১০ আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, ঢাকা-৮ আসনের প্রার্থী ড. হেলাল উদ্দিন প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর