Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরেকটি লাশ পড়লে আমরাও লাশ নেব— মাহফুজের হুঁশিয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৩ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ২১:০৯

বক্তব্য দিচ্ছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: সারাবাংলা

ঢাকা: হুঁশিয়ারি দিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘খুবই সংকটময় পরিস্থিতি সামনে। একটি লাশ পরলে আমরাও লাশ নেব। অনেক ধৈর্য ধরা হয়েছে, আর না। আইনের ফাঁকফোকর গলিয়ে ভারতে আশ্রয় নিয়ে ভাইদের ওপর হামলা করবেন, এটা আমরা বরদাশত করব না।’

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে ইনকিলাব মঞ্চের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘এই লড়াই দীর্ঘ, এর জন্য আমরা প্রথমে বলেছি মুজিববাদের মূল উৎখাত করতে হবে। কিন্তু এখনো মুজিববাদবিরোধী লড়াইয়ে আমরা পিছিয়ে আছি।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পর আমরা চাইলে এদের সব ধ্বংস করে দিতে পারতাম, করিনি। আমরা ক্ষমা করে ভুল করে থাকলে প্রতিজ্ঞা করি, আর ক্ষমা করব না। আমরা নিরাপদ না থাকলে, দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। জুলাই শক্তি গঠনমূলকভাবে শক্তিশালী হয়ে উঠলে সব লড়াই রুখে দেওয়া যাবে।’

বিজ্ঞাপন

এদিন, বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সারাবাংলা/এমএইচ/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর