চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দেওয়াল লিখনের সময় সাময়িক নিষিদ্ধ সংগঠন যুবলীগের তিন নেতাকর্মীকে ধরে পুলিশের কাছে দিয়েছে স্থানীয় লোকজন।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা সদরে তালিমুদ্দিন মাদরাসা ও মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ‘রাজনৈতিক মামলায়’ গ্রেফতার দেখিয়ে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার তিনজন হলেন- ফটিকছড়ি পৌরসভা যুবলীগের সহ-সভাপতি তারেক হোসেন এবং দুই কর্মী আকরাম ও বেলাল।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম সারাবাংলাকে বলেন, ‘তিনজন উপজেলা মসজিদের পাশে একটি কবরস্থানের দেওয়ালে চিকা মারছিলেন। নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে চিকা মারতে দেখে স্থানীয় লোকজন তাদের আটক করে। খবর পেয়ে আমরা গিয়ে তাদের থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে আগের রাজনৈতিক মামলা আছে। সেই মামলায় আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়।’