চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শামীম উদ্দিন খানের পদত্যাগ দাবি নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে ছাত্রশিবির ও ছাত্রদল। পালটাপালটি মিছিল-স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাসসহ বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মুখোমুখি অবস্থান নেয় ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা, যা এখনও অব্যাহত আছে।
শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় ‘বিতর্কিত’ বক্তব্যের জেরে ছাত্রদল সোমবার দুপুরে উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা দেয়।
জানা গেছে, প্রশাসনিক ভবনে এখনো অবরুদ্ধ হয়ে আছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শামীম উদ্দিন খান ও রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম। সন্ধ্যায় প্রশাসনিক ভবনের তালা খুলে তাদের বের করার জন্য যান ছাত্রশিবির নিয়ন্ত্রিত চাকসু নেতারা। এ সময় আন্দোলনরত ছাত্রদলের নেতাকর্মীরা তাদের বাধা দেন। চাকসু নেতাদের উদ্দেশে তারা ‘পাকিস্তানের দালাল’ বলে স্লোগান দিতে থাকলে উত্তেজনার সূত্রপাত হয়।
কিছুক্ষণ পর ছাত্রশিবিরের নেতাকর্মীরা সংগঠিত হয়ে প্রশাসনিক ভবনের আশপাশে অবস্থান নেন। আর ভবনের মূলফটকের সামনে অবস্থান নেয় ছাত্রদল, তাদের সঙ্গে বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দু’পক্ষের মাঝখানে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতরের সদস্যরা।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আশপাশের এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে শিবিরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তবে মূল ফটক বন্ধ করে রাখা হয়েছে।
চাকসুর সহ-সভাপতি ইব্রাহীম হোসেন রনি ক্যাম্পাসে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘প্রশাসনিক ভবনে তালা দেয়ার যে সংস্কৃতি আগে ছিল, তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তালা দেওয়ার কারণে সকাল থেকে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। যাদের কোনো দাবি বা সমস্যা আছে, তারা আমাদের জানালে আমরা তা প্রশাসনের কাছে তুলে ধরব। বিশ্ববিদ্যালয়ে পুরনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। দ্রুত তালা খুলে দেয়ার আহ্বান জানাচ্ছি।’