ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট বিডি অ্যাপে ভারত থেকে নিবন্ধন করেছে ১৫৫ জন প্রবাসী বাংলাদেশি।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে ইসির ওয়েব সাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে।
ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, আজ রাত সাড়ে দশটা পর্যন্ত ভারত থেকে মোট ১৫৫ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ১২৫ ও মহিলা ৩০ জন।
এছাড়া পাকিস্তান থেকে নিবন্ধন করেছে ২২ জন। এরমধ্যে ১৮ জন পুরুষ আর ৪ জন নারী।
এছাড়া এ সময়ে পোস্টাল ব্যালটে ভোট দিতে মোট নিবন্ধন করেছেন ৪ লাখ ২৪ হাজার ৭০০ জন। এরমধ্যে পুরুষ ৩ লাখ ৯৮ হাজার, ৭৩ জন আর নারী ২৬ হাজার, ৬২৬ জন। আর অনুমোদনের অপেক্ষায় ৬ হাজার ৫৯১ জন। এরমধ্যে সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ৯ হাজার ৯৭৭ জন, কাতারে ৩৮ হাজার ২৮২ জন, বাংলাদেশ থেকে নিবন্ধন করেছে ৩৬ হাজার ১৮০ জন।
সেসঙ্গে মালেশিয়ায় ২৮ হাজার ৬ জন, ওমান থেকে ২৪ হাজার ৪৪৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ২২ হাজার ৬৬৫ জন, যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২২ হাজার ৮৮ জন, সিঙ্গাপুর থেকে ১৬ হাজার ৫৬৩ জন, যুক্তরাজ্য থেকে নিবন্ধন করেছে ১৪হাজার ৯৮২ জন।
এছাড়া অন্যান্য দেশ থেকেও অনেকে নিবন্ধন করেছেন। এ নিবন্ধন প্রতি মূহুর্তে বৃদ্ধি পাচ্ছে।
এদিকে, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সকল কর্মকর্তা-কর্মচারী ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসকারীদের নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা কর্মচারী ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম।
যে সব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ইত্যাদি।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।