Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১০:৫০

প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন। ছবি: সারাবাংলা

জামালপুর: মহান বিজয় দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে জামালপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। এ সময় পুষ্পস্তবক অর্পণ করে জেলা বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠন।
জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, একাত্তরের পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলার মাটিতে একাত্তরের পরাজিত শক্তির জায়গা কোনো দিন হবে না।

পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গণঅধিকার পরিষদ, জামালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে জামালপুরের জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহিদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন এবং শিশু-কিশোরদের কুচকাওয়াজ।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর