Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিব‌সের শুভেচ্ছা জানা‌ল যুক্তরাষ্ট্র-ভারত-চীন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৫ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৮

বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও সুইডেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পৃথক বার্তায় সং‌শ্লিষ্ট দেশগুলোর ঢাকার দূতাবাস বিজয় দিবসের শুভেচ্ছা জানায়।

মার্কিন দূতাবাসের বার্তায় বলা হয়, এই বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালের সেই সাহসী বাংলাদেশিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ও সম্মান জানাচ্ছি, যাদের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার পথকে সুগম করেছে।

চীনের বার্তায় উল্লেখ করা হয়, মহান বিজয় দিবসে বাংলাদেশের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন বিজয়ের প্রেরণায় একসঙ্গে সবার জন্য একটি সমৃদ্ধ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলি।

বিজ্ঞাপন

ভারতীয় হাইক‌মিশনের বার্তায় বলা হয়, ভারতীয় হাইক‌মিশন, ঢাকা বাংলা‌দে‌শের জনগণকে জানাচ্ছে বিজয়‌ দিবসের শুভেচ্ছা।

এ ছাড়া পৃথক পৃথক বার্তায় যুক্তরাজ‌্য, ফ্রান্স, সুইজারল‌্যান্ড ও সুই‌ডেন বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর