Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৮ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৮

প্রতীকী ছবি।

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে কর্মরত দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন-পাবনা ডিবির ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কায়েস উদ্দিন।

পুলিশ সূত্র জানায়, দুপুরে মোটরসাইকেলযোগে পাবনা থেকে কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় লালনশাহ সেতু পার হয়ে কুষ্টিয়ামুখী সড়কে ওঠার পর পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটিকে শনাক্ত ও আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নিহত ইন্সপেক্টর মোজাহারুল ইসলামের বাড়ি রংপুর জেলায় এবং এএসআই কায়েস উদ্দিনের বাড়ি রাজশাহী জেলার তানোর উপজেলায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর