Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়া ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ: ইউনূস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০০ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ০০:৩১

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকা: খালেদা জিয়া ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। তার অসুস্থতার বিষয়টি আমাদের সবার জন্যই উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রায় তিন সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন, জাতীয় নেত্রী, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। বিষয়টি আমাদের সবার জন্যই উদ্বেগের।’

বিজ্ঞাপন

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তার অসুস্থতার বিষয়টি শুরু থেকেই ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিয়ে আসছে। খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি তার অবিচল অঙ্গীকার, দেশের উন্নয়নে তার অবদান এবং তার প্রতি জনগণের শ্রদ্ধাময় আবেগ বিবেচনায় নিয়ে সরকার ইতোমধ্যেই তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে।

ইউনূস বলেন, সরকারের পক্ষ থেকে তার চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। দেশে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাসহ সব বিষয় বিবেচনায় রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর