Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিশুদের শৈশবের অঙ্গীকার পূরণ হলেই স্বাধীনতা ফলপ্রসূ হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৮ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ২৩:৫২

ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। ছবি: সংগৃহীত

পঞ্চগড়: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেছেন, যেদিন দেশের শিশুদের স্বপ্ন দেখার সুযোগ এবং শৈশবের মৌলিক অঙ্গীকার পূরণ হবে, সেদিনই প্রকৃত অর্থে স্বাধীনতা ফলপ্রসূ হবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পঞ্চগড় জেলা ছাত্রদলের আয়োজনে বিজয় শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রখ্যাত কথাসাহিত্যিক মীর মোশাররফ হোসেনের একটি উক্তি উদ্ধৃত করে তিনি বলেন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।’ এই সত্যটি বাংলাদেশের মানুষ গত ৫৪ বছরে বারবার উপলব্ধি করেছে।

বিজ্ঞাপন

ব্যারিস্টার নওশাদ জমির বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে নানা সময়ে নানা ষড়যন্ত্র হয়েছে। কিন্তু প্রতিবারই দেশের মানুষ প্রমাণ করেছে—স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তারা এক ও অভিন্ন।

স্বাধীনতা, বিজয় এবং সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র আজও থেমে নেই উল্লেখ করে তিনি ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা জানান।

তিনি আরও বলেন, পঞ্চগড় একটি সীমান্তবর্তী জেলা। এখানে বসবাসকারী মানুষ স্বাধীনতার গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করে। যেসব দেশের সার্বভৌমত্ব নেই, স্বাধীনতা নেই-সেসব দেশের মানুষের দুর্দশা আমরা প্রত্যক্ষ করছি। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে যে স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল, আমাদের ওপর যতবারই আঘাত আসুক না কেন, সেই বীজ ততবারই মহীরুহে পরিণত হবে।

বিজয় দিবস উপলক্ষে জজকোর্ট চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসমাবেশ অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা ও পথসমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রীনা পারভিন, লেখক ও গবেষক নওফেল জমির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ ও মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির সদস্য রুবেল পাটোয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর