Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একক সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সাঁথিয়ায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ১২:৩৫

সাঁথিয়ায় মানববন্ধন

পাবনা: পাবনা-১ (সাঁথিয়া) কে একক সংসদীয় আসন বহাল রাখা ও এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জাতীয় গাদ্দার ঘোষণার দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় সাঁথিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার সামনে মানববন্ধন করে। এতে সাঁথিয়ার সব জনগণ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘একটি কুচক্রী মহল সাঁথিয়া উপজেলা একক আসন নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। বেড়াকে আবারও সাঁথিয়ার সঙ্গে নেওয়ার পাঁয়তারা করছে। গুটিকয়েক লোক চায় না সাঁথিয়া উপজেলা একক আসন থাকুক। এ ধরনের দালালদের সাঁথিয়ায় ঠাঁই হবে না। একক আসন নিয়ে ষড়যন্ত্র সাঁথিয়াবাসী মেনে নেবে না। অবিলম্বে ষড়যন্ত্রকারীদের জাতীয় গাদ্দার স্বীকৃতি দিতে হবে। এছাড়াও সাঁথিয়ার মাটিতে এদের অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।’

বিজ্ঞাপন

মানববন্ধনে সাঁথিয়া বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস সামাদ মোল্লা, মাহাদী হাসান, শিখন মোল্লা, মাওলানা আব্দুল কুদ্দুস, সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক, সাঁথিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন, জোরগাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই, ছাত্রনেতা নজরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আবুল কালাম আজাদ, বকুল হোসেন, আসলাম উদ্দিন খান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সপ্তাহের শেষ দিকে বাড়তে পারে শীত
১৭ ডিসেম্বর ২০২৫ ১০:৩৬

দূষিত শহরের তালিকার পঞ্চম ঢাকা
১৭ ডিসেম্বর ২০২৫ ১০:১৯

আরো

সম্পর্কিত খবর