Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তা শঙ্কায় বন্ধ ভারতীয় ভিসা সেন্টার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ১৪:০৬ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৫:২৪

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।

ঢাকা: চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ (১৭ ডিসেম্বর) দুপুর ২টার পর আর কোনো কার্যক্রম চলবে না। আজ যেসব আবেদনকারীর ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের সবাইকে পরবর্তীতে নতুন তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে।

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। ফলে মেডিকেল ছাড়া অন্যান্য সব ভিসা দেওয়া বন্ধ করে দেয় ভারত।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এনজে