Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

স্টাফ করেসপন্ডেট
১৭ ডিসেম্বর ২০২৫ ১৫:০৬ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। ছবি: সংগৃহীত

ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে শতাধিক গুম, নির্যাতন ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর শাইখ মাহদী।

অভিযোগ আমলে নেওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ২১ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুন-সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের আনা অভিযোগে বলা হয়েছে, সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচারবহির্ভূতভাবে অন্তত ১০০ জনকে হত্যার প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি আরও প্রায় ৪০০ জনকে হত্যার অভিযোগের তদন্ত চলমান রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর