Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াত নেতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৩০

মনোনয়নপত্র সংগ্রহ করছেন জামায়াত নেতা মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তিনি জেলা রির্টার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থী,কর্মীসহ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

নূরুল ইসলাম বুলবুল সংসদ নির্বাচন অবাদ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতেরও দাবি জানান এবং ভোটার ও সংশ্লিষ্ঠ সকলের দোয়া প্রত্যাশা করেন। এসময় জেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন