Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্পেশাল করেসপডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৫২

শহরের শহিদ খোকন পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: সারাবাংলা

বগুড়া: শীতে বগুড়ায় শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের উদ্যোগে বুধবার (১৭ ডিসেম্বর) শহরের শহিদ খোকন পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন চাঁনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের ইউনিট কার্যনির্বাহী সদস্য শহিদ উন নবী সালাম, শহর জামায়তের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, মো: মাহফুজুল হক ও রাশেদা খাতুন রাণী। এছাড়া অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট বগুড়ার জ্যেষ্ঠ সদস্যবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট বগুড়ার মুখ্য স্বেচ্ছাসেবক ও প্রধান রায়হান সরকারসহ যুব কার্যনির্বাহী সদস্য এবং অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটির ইউটি লেভেল কর্মকর্তা শিকদার রাহাত ইসলাম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বগুড়া জেলার বিভিন্ন এলাকার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে ছয় শতাধিক কম্বল বিতরণ করা হয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

ডু নট ডিস্টার্ব!
১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৫০

আরো

সম্পর্কিত খবর