Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০৮

ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: দেশে শিক্ষা অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রাজবাড়ীর কালুখালীতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের নির্মাণাধীন সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে কালুখালীর মালিয়াট এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলা হবে। ইতিমধ্যে প্রস্তাবিত প্রতিষ্ঠানটির জন্য ১৬০.৫৩ শতাংশ জমি নির্ধারণ করা হয়েছে। বায়না সূত্রে জমির মালিক যশোরের বাংলাদেশ সেনাবাহিনী এরিয়া সদর দফতর।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম বলেন, ‘রাজবাড়ী জেলার চর খাপুরা এলাকায় আমাদের একটি ট্রেনিং এরিয়া রয়েছে। গত জানুয়ারি মাসে সেখানে বড় একটি অনুশীলন হয়েছিল। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এসেছিলেন। এছাড়াও সেনা দেশী বিদেশি অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিরা এসেছিলেন। তখন সেনাপ্রধান আমাকে নির্দেশ দিয়েছিলেন এই এলাকার মানুষের জন্য একটা স্কুল তৈরি করার। সেই বিবেচনায় সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে স্কুল প্রতিষ্ঠার জন্য মালিয়াট এলাকায় ১৬০.৫৩ শতাংশ জমি ক্রয় করা হয়েছে। এখানে প্রথমে মাধ্যমিক দিয়ে শুরু হবে, পর্যায়ক্রমে কলেজ চালু করা হবে।‘

তিনি আরও বলেন, ‘এখানে স্কুল প্রতিষ্ঠা করার জন্য যে উদ্যোগ নেওয়া হলো এখানে সেনাবাহিনী ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নেই, শুধুমাত্র এলাকার মানুষের জন্য আমরা কিছু একটা করতে চেয়েছি। আমরা যেখানেই যাই সেখানেই কিছু একটা করার চেষ্টা করি। আমাদের যাত্রা কেবল শুরু হলো। আমাদের অনেক দূর যেতে হবে। আপনাদের সকলের সহযোগিতা আমাদের দরকার। আপনাদের সহযোগিতা ছাড়া এই স্কুলটা দাঁড়াবে না। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের শিক্ষা সেক্টরে যে অবদান রেখে চলেছে তারই একট অংশ এই সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ ‘

জিওসি আরও বলেন, ‘জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। দেশব্যাপী সেনা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ স্থাপনের মাধ্যমে দেশ ও জাতির শিক্ষার মান সার্বিকভাবে উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান অব্যাহত থাকবে ‘ সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ, রাজবাড়ী শিক্ষায় উৎকর্ষতার একটি প্রতীক হয়ে উঠবে বলে তিনি আশাবাদী।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ নির্মাণ হলে এই অঞ্চলের মানুষ শিক্ষাক্ষেত্রে একধাপ এগিয়ে যাবে। এই যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-৫৫ ব্রিগেড আর্টিলারি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোসাদ্দেক আবু সায়েদ, কর্নেল শহিদুর রহমান, কর্নেল মো. আরিফুল ইসলাম, লে. কর্নেল রাকিবুল আমিন, লেফটেন্যান্ট কর্নেল তাওহীদ আমিন, রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিনসহ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থানীয় জনগোষ্ঠীকে মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী এপ্রিল মাস থেকে প্রাথমিকভাবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করা হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

ডু নট ডিস্টার্ব!
১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৫০

আরো

সম্পর্কিত খবর