সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাইয়ে চোর বলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সাকিতপুরে গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত নিহত কিংবা আহতদের নাম পরিচয় জানা যায়নি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এনামুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোর ডাকাকে কেন্দ্র করে মূলত এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিস্তারিত পরে জানানো হবে।