Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ ইটভাটা বন্ধে শিক্ষার্থীদের স্মারকলিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ২২:৪৩

লা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিচ্ছেন মাদরাসা শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরের গুজিখাঁ গ্রামে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে কৃষি জমিতে অবৈধভাবে নিমার্ণাধীন ইটভাটা বন্ধে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন মাদরাসার শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, গুজিখাঁ গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী কেরামতিয়া মসজিদ, দুটি বড় মাদ্রাসা, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং একটি মহিলা মাদরাসার অদূরে প্রায় ৩৩ শতাংশ ফসলি জমিতে নতুন করে একটি ইটভাটা নির্মাণ করা হচ্ছে। ইটভাটাটি বন্ধ না হলে মারাত্মকভাবে পরিবেশ দূষণ হবে।

জেলা প্রশাসক বলেন, নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এসব অবৈধ ভাটা বন্ধে তারা সকল ধরণের ব্যবস্থা নিচ্ছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর