Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় ভিসা সেন্টার চালু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১০:৪৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৪২

ভারতীয় ভিসা সেন্টার। ছবি: সংগৃহীত

ঢাকা: নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম আজ স্বাভাবিক নিয়মে চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)সকালে ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকায় জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচির প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

বিজ্ঞাপন

এদিকে একইদিন এর প্রায় দুই ঘণ্টা আগে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সারাবাংলা/একে/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর