ফরিদপুর: ফরিদপুরে কলাবাগান থেকে অটোরিকশাচালক টিপু সুলতানের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর ৬টায় জেলার সদর উপজেলার ঈশানগোপালপুর চাঁদপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে চালককে হত্যা করে তার রিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
নিহত টিপু সুলতান ঈশানগোপালপুর এলাকার মৃত জাবেদ আলী শেখের ছেলে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে স্থানীয়রা ইলিয়াস শেখের কলাবাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাচালক টিপু সুলতানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।