Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কৃষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৯

সদর উপজেলার খরচার হাওরের পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

সুনামগঞ্জ: সুনামগঞ্জে খরচার হাওরের সীমানা নির্ধারণ এবং কৃষকদের ওপর ইজারাদারের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার খরচার হাওরের পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে গৌরারং ইউনিয়নের কয়েকশ কৃষক অংশগ্রহণ করেন। মানববন্ধনে সাবেক ইউপি সদস্য আলী আহমদের সভাপতিত্বে এবং ছাত্রনেতা ইয়াহিয়া হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন আব্দুল হেকিম, মঈনুল হক, জাহাঙ্গীর আলম, নুরুল আমিন, জাহিদ হোসেন, আবুল কাশেমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, গৌরারং ইউনিয়নের খরচার হাওরে প্রায় ৭০০ একর জমি পানির অভাবে অনাবাদি হয়ে পড়ে আছে। পর্যাপ্ত পানি না থাকায় কৃষকেরা সেখানে কৃষি কাজ করতে পারছেন না। খাসিয়াখারা খাল থেকে বাঁধ দিয়ে পানি উত্তোলনের উদ্যোগ নিলে খরচার হাওরের ইজারাদার কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন।

বিজ্ঞাপন

বক্তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং কৃষকদের জন্য পানি সেচের স্থায়ী ব্যবস্থা করার দাবি জানান। অন্যথায় বিপুল পরিমাণ জমি অনাবাদি থেকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।