Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৩ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:১৭

প্রতীকী ছবি।

‎বরিশাল: ‎বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে কাঠের পোল সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার (২৫) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে।

‎নিহত সাকিব হাওলাদার পটুয়াখালীর দুমকি উপজেলার চরবয়ড়া এলাকার জসিম হাওলাদারের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।

‎স্থানীয়রা জানান, সকালে মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা থমকে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

‎নিহত সাকিব হাওলাদারের পিতা জসিম হাওলাদর বলেন, ‘আমার ছেলে গত রাতে পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে অটোরিকশায় ওঠে। তখন তার মায়ের কাছে ফোন করেছিল। সাকিব তার মাকে তখন বলে যাত্রীদের অবস্থা ভালো না। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে।’

‎বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এসব আঘাত দেখে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলার ফল-তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

‎দুমকী থানার ওসি সেলিম মাহমুদ বলেন, ‘আমরা রাতেই নিখোঁজ সংবাদ পেয়ে সাকিবের মোবাইল লোকেশন ট্র্যাকিং করেছি। রাত ৮টার দিকে পটুয়াখালী দেখা গেছে তবে এরপর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়।’‎

বাকেরগঞ্জ থানার ওসি কে এম সোহেল রানা বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটির ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর