ঢাকা: রাজনীতির মৌলিক ধারা পরিবর্তন ছাড়া দেশের সাধারণ মানুষের জীবনমান ও ভাগ্যের কোনো টেকসই পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বা আংশিক সংস্কার নয়, জনগণের বাস্তব চাহিদাকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে রূপান্তর করতে না পারলে জনগণের দুর্ভোগ একই জায়গায় থেকে যাবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মান্না এসব বলেন। ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস’ উপলক্ষ্যে লিবিয়ার ভিরগানাম জাওয়াইয়া, ত্রিপলি কারাগারে বন্দি ২৬ জন বাংলাদেশির মুক্তির দাবিতে এ আয়োজন করা হয়।
সমাবেশে লিবিয়ার ত্রিপলি কারাগারে বন্দি ২৬ জন বাংলাদেশির মুক্তি এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
মাহমুদুর রহমান মান্না বলেন, জনগণের প্রয়োজন ও চাওয়াগুলো জানার পরও সেগুলোকে রাষ্ট্রীয় ক্ষমতায় রূপান্তর করার দায় রাজনৈতিক নেতৃত্ব আজও নিতে পারেনি। জনগণই সকল ক্ষমতার উৎস—এ কথা বারবার বলা হলেও বাস্তবে সেই জনগণের শক্তিকে পরিবর্তনের পথে ব্যবহার করা যাচ্ছে না। জনগণের বড় একটি অংশ আজও জানে না কে নেতা হলে তাদের কল্যাণ হবে, কী ধরনের সরকার তাদের জীবনমান বদলাতে পারে। অথচ সেই জনগণের শক্তির কথা বলেই রাজনীতি পরিচালিত হচ্ছে।
মান্না বলেন, যারা রাজনৈতিক লড়াইয়ে আছেন, তারা চাইলে এই লড়াই আরও জোরদার করতে পারেন। তবে সেই লড়াই হতে হবে গোছানো ও ধারাবাহিক। বর্তমান সরকারের আমলেও জনগণের অধিকার নিয়ে সুসংগঠিত ক্যাম্পেইন চালানো জরুরি। কিন্তু বাস্তবতা হলো—অনেক মানুষ এমন অবস্থায় আছেন, যাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ বিদেশে নিখোঁজ বা কারাগারে বন্দি। তাদের কাছে আন্দোলন সংগঠিত করার কথা বলা বাস্তবসম্মত নয়।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আমাদের সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতির যে সংকট, তার কেন্দ্রবিন্দু রাজনীতি। রাজনীতির ধারা পরিবর্তন না হলে সমাজের অন্য কোনো পরিবর্তন টেকসই হবে না। তিনি বলেন, এখনকার রাজনীতি মানুষের জীবনের বাস্তব সমস্যার সঙ্গে সংযুক্ত নয়।
গ্রামের মানুষের অভিজ্ঞতার কথা তুলে ধরে মান্না বলেন, গ্রামে গিয়ে মানুষ দলীয় ঝগড়ার কথা শুনতে চায় না। তারা জানতে চায়, তাদের এলাকার হাট কেন বন্ধ হয়ে গেল, সেই হাট আবার চালু হবে কি না। তারা জানতে চায়, রাস্তা না থাকার কারণে কেন তাদের আলু বিক্রির খরচ বেড়ে যায়, কেন তারা লোকসানে পড়ে। মানুষের এই প্রয়োজনগুলো তারা বলতে জানে, কিন্তু সেই কথাগুলোকে ক্ষমতার ভাষায় রূপান্তর করার মতো ভরসাযোগ্য নেতৃত্ব তারা খুঁজে পায় না।
মান্না বলেন, এতদিন যে সংস্কারের কথা বলা হয়েছে, তা মূলত আইনশৃঙ্খলা কেন্দ্রিক। কিন্তু জনগণের ভাগ্য বদলের জন্য যে কাঠামোগত পরিবর্তন দরকার, সেই কাজ এখনো শুরু হয়নি। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষ যত সচেতন হবে, তত রাজনৈতিক নেতৃত্বকেও পরিবর্তিত হতে বাধ্য করবে জনগণ।
সমাবেশের সভাপতিত্ব করেন প্রবাসীদের ডাক-এর প্রধান সমন্বয়ক মো. মঞ্জুর হোসেন ঈসা। অনুষ্ঠানে লিবিয়ার বিভিন্ন কারাগারে বন্দিদের স্বজন ও মানবাধিকার সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।