Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ বিএনপি প্রার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:২৬

মনোনয়নপত্র হাতে বিএনপি নেতা হারুনুর রশীদ। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের আগে প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন হারুনুর রশীদ। এরপর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এসময় হারুনুর রশীদ বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে বিএনপি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নজরদারির আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর