রোহিঙ্গাদের ফেরানোর মত পরিবেশ নেই : আইওএম মহাপরিচালক
১৫ জুলাই ২০১৮ ১৭:৫৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
কক্সবাজার: জাতিসংঘের অভিবাসন সংস্থা -ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গাদের রাখাইনে নিরাপদে ফেরানোর মতো উপযুক্ত পরিবেশ নেই। রোহিঙ্গাদের নিজ ঘরে ফিরে যাওয়ার জন্য জাতিসংঘের অন্যান্য সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে রোহিঙ্গা প্রত্যাবাসনে আইওএম পাশে থাকবে।
রোববার (১৫ জুলাই) দুপুরে কক্সবাজারের উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
উইলিয়াম ল্যাসি সুইং বলেন, রোহিঙ্গাদের জন্য নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টি হতে যথেষ্ট সময় লাগবে। আনান কমিশনের রিপোর্ট, জাতিসংঘের সাথে মিয়ানমারের সমঝোতা স্মারক সই ও বাংলাদেশ-মিয়ানমার চুক্তিকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রকৃত অবস্থা জানাতে হবে। এরপর তারা ফিরতে রাজি হলেই কেবল তাদের সেখানে পাঠানো যেতে পারে। রোহিঙ্গাদের ফিরে যাওয়াটা হতে হবে স্বেচ্ছায়। তাদের নিজ ঘরে ফিরে যাওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে রোহিঙ্গা আওএমও সংযুক্ত থাকবে।
আইওএম মহাপরিচালক হিসেবে বাংলাদেশে তার এই সফরে আইওএমের ত্রাণ বিতরণ কেন্দ্র, শরণার্থীদের প্রশিক্ষণ কেন্দ্র, রোহিঙ্গাদের ক্যাম্প উন্নয়ন কাজ, স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় রোহিঙ্গা মা ও শিশুদের সাথে কথা বলে তাদের চিকিৎসা সেবার খোঁজ-খবর নেন তিনি।
সারাবাংলা/এমএইচ/জেডএফ