হিলি: দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত পেঁয়াজের দামে কারসাজি ও অনিয়মের অভিযোগে এক আমদানিকারক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দ্বিগুণ দামে পেঁয়াজ বিক্রি এবং ক্রেতাদের বিক্রয় রশিদ না দেওয়ার অপরাধে সততা বাণিজ্যালয় নামের ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) হিলি স্থলবন্দরে বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।
অভিযানকালে দেখা যায়, ভারত থেকে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেলেও এর কোনো সুফল পাচ্ছেন না সাধারণ ক্রেতারা। আমদানিকারক প্রতিষ্ঠানটি কোনো প্রকার বিক্রয় রশিদ ছাড়াই আমদানিকৃত পেঁয়াজ অস্বাভাবিক মুনাফায় (প্রায় দ্বিগুণ দামে) পাইকারি বাজারে বিক্রি করছিল। এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে শাস্তির আওতায় আনা হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি এবং মূল্যবৃদ্ধি রোধে তারা নিয়মিত তদারকি চালাচ্ছেন তারা। উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘সাধারণ ক্রেতাদের স্বস্তি নিশ্চিত করতে এবং বাজার স্থিতিশীল রাখতে আমাদের এই তদারকি কার্যক্রম নিয়মিত চলমান থাকবে। জনস্বার্থে কোনো প্রকার কারসাজি বরদাশত করা হবে না।’
স্থলবন্দরের ব্যবসায়ীদের সতর্ক করে জানানো হয়েছে যে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।