টাঙ্গাইল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনে এ পর্যন্ত ২১টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে প্রার্থীরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল পাঁচটা পর্যন্ত গত দুই দিনে জেলা নির্বাচন অফিস ও উপজেলা সরকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এ পর্যন্ত মোট ২১টি মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রার্থীরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জেলার মোট ৮টি আসনের মধ্যে টাঙ্গাইল-১ (ধনবাড়ি ও মধুপুর) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনম, জামায়াতে ইসলামীর প্রার্থী মোন্তাজ আলী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী, মো. আসাদুল ইসলাম।
টাঙ্গাইল-০৩ (ঘাটাইল) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী এস এম ওবায়দুল হক, মো. হোসনী মোবারক (জামায়াতে ইসলামী) ও মো. শাজাহান মিয়া (স্বতন্ত্র)।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন লিয়াকত আলী (জাতীয় পার্টি)।
টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আহসান হাবিব মাসুদ, এ কে এম শফিকুল ইসলাম (বাংলাদেশ কংগ্রেস পার্টি) ও সৈয়দ খালেদ মোস্তফা (স্বতন্ত্র)।
টাঙ্গাইল-৬ (দেলদুয়ার ও নাগরপুর) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মো. রবিউল আওয়াল লাভলু, জামায়াতে ইসলামীর ডা. এ কে এম আব্দুল হামিদ, পনির মিয়া (স্বতন্ত্র), মো. আশরাফুল ইসলাম (স্বতন্ত্র)।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিরাজ হায়দার খান (স্বতন্ত্র) ও সাইদুর রহমান (স্বতন্ত্র) ।
টাঙ্গাইল-৮ (বাসাইল ও সখিপুর ) এ আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন (স্বতন্ত্র) প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। এ ছাড়া এস এম হাবিবুর রহমান খান (স্বতন্ত্র), মো. শফিকুল ইসলাম খান (জামায়াতে ইসলামী) ও বিএনপির প্রার্থী আহমেদ আযম খান এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ তাজুল ইসলাম জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের মোট ৮টি আসনে মোট ১ হাজার ৬৩ টি ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। মোট ভোটার ৩৩ লাখ ৩৪ হাজার ৩২৫ জন।
তিনি বলেন, ‘আমরা আশাবাদী আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। সেজন্য আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের নির্দেশনায় দিনরাত কাজ করে যাচ্ছি।’