Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমান হাদির মৃত্যুতে চরমোনাই পীরের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ২২:৪৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ২৩:৩৪

ঢাকা: ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, আমি ওসমান হাদির শোকাহত পরিবার,স্বজন, সহকর্মী, বন্ধুসহ শোকাহত জনতার সাথে সহমর্মিতা প্রকাশ করছি, তার রুহের মাগফিরাত কামনা করে জান্নাতে তার উচু মাকামের জন্য দোয়া করছি।

ওসমান হাদীর অসমাপ্ত স্বপ্ন ও সংগ্রামকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, ওসমান হাদীর হত্যাকারী, নির্দেশদাতা ও চক্রান্তকারীকে সরকারের সকল শক্তি নিয়োজিত করে হলেও শাস্তির আওতায় আনতেই হবে। ভারতীয় আধিপত্যবাদ ও আধিপত্যবাদের দালালদের বিরুদ্ধে সংগ্রাম অব্যহত রাখতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর