Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ২৩:৩১ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ০০:২৩

‎ঢাকা: ‎জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি একযোগে ভাষণটি সম্প্রচার করছে।

‎উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ভাষণ দেবেন।

‎ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসএস