Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমান হাদির মৃত্যুতে সারাদেশে কফিন মিছিলের ডাক

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ০০:৪৫ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ০১:৫৬

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ‘জুলাই ঐক্য’-এর প্রভাবশালী নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারাদেশে বিশেষ দোয়া ও ‘কফিন মিছিল’ আয়োজনের ডাক দিয়েছে জুলাই ঐক্য।

আগামীকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা দেশব্যাপী এ শোক ও প্রতিবাদের কর্মসূচি ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সংগঠনের কেন্দ্রীয় সংগঠক ইসরাফিল ফরাজীর স্বাক্ষরিত এক জরুরি বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে জানানো হয়, শুক্রবার দেশের সব মসজিদে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। দোয়া শেষে জেলা ও উপজেলা পর্যায়ে কফিন মিছিল বের করা হবে।

বিজ্ঞাপন

রাজধানীর শাহবাগসহ গুরুত্বপূর্ণ স্থানে এসব কর্মসূচির মাধ্যমে হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবি জানানো হবে বলে উল্লেখ করা হয়।

ইসরাফিল ফরাজী বিবৃতিতে বলেন, “শহিদ ওসমান হাদি ছিলেন জুলাইয়ের অস্তিত্ব ও বিপ্লবের স্পন্দন। অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন আপসহীন কণ্ঠস্বর।” তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

বিবৃতিতে জানানো হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে এক হামলায় তিনি গুলিবিদ্ধ হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় বিক্ষোভ শুরু হয়। ইনকিলাব মঞ্চ ও জুলাই ঐক্যের নেতারা দাবি করেন, এ হামলা দেশের গণতান্ত্রিক আন্দোলনের ওপর আঘাত। দোষীদের গ্রেপ্তার ও নেপথ্যের কুশীলবদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা।

সারাবাংলা/এফএন/এসএস