Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কারসহ ৫ দাবিতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা 

স্টাফ করেসপন্ডেন্ট 
১৯ ডিসেম্বর ২০২৫ ০১:০১ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ০১:৫৬

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা সন্ত্রাসী ফয়সাল ভারতে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং আইন ও স্বরাস্ট্র উপদেষ্টাকে পদত্যাগসহ ৫ দফা দাবিতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলিয়েন্স অব বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এদিন, বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান ওসমান হাদি।

বিজ্ঞাপন

রাত সাড়ে ৯টার পর ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে এবং ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে হাদির মারা যাওয়ার খবর জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।

এদিকে প্রধান উপদেষ্টা বরাবর প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলিয়েন্স অব বাংলাদেশের ৫ দফা দাবি হলো:

  •  সীমাহীন ক্ষমা অযোগ্য ব্যার্থতার দায় নিয়ে আইন ও স্বরাস্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে
  • অব্যাহত ব্যার্থতার কারনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীকে বহিস্কার করতে হবে।
  • ভারতে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দেয়া ও অবস্থিত সন্ত্রাসীদের ফেরত দেয়ার ব্যাপারে ভারত সরকার সিদ্ধান্ত না দেয়ায় ভারতীয় রাষ্ট্রদূতকে বহিস্কার করতে হবে।
  • হত্যাচেষ্টার সাথে জরিত মূল হোতা সহ দেশে অবস্থিত লীগের সকল পর্যায়ের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে তাদের জামিন প্রদান বন্ধ করতে হবে এবং সঠিক সাজা নিশ্চিত করতে হবে।
  • সন্ত্রাসীদের জামিনের সাথে যুক্ত লীগের দোসর পুলিশ, আইনজীবী ও বিচারকদের দ্রুত অপসারন করতে হবে।
এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে গত সোমবার সিঙ্গাপুরে নেওয়া হয়। আর আজ তিনি মারা গেলেন। তবে এই ঘটনায় প্রধান আসামি ফয়সালকে এখনও গ্রেফতার করতে পারেনি আইনশৃংখলা বাহিনী।

সারাবাংলা/এমএইচ/এসএস