Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল ৫ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৩:২০

ঢাকা: পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধনের সংখ্যা পাঁচ লাখ ছাড়াল। নিবন্ধন শুরু হওয়ার ৩২ তম দিনে আগের মতো এগিয়ে আছে সৌদি আরবের প্রবাসীরা। সৌদি আরব থেকে ১ লাখ ২৬ হাজার ৫৭৬ জন নিবন্ধন করেছেন। আর দেশের ভেতরে নিবন্ধন করেছেন ৫৯ হাজার ৪৫৮ জন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টার পর নির্বাচন কমিশনের (ইসি)  ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।

আজ (১৯ ডিসেম্বর) সকাল ১১ টা পর্যন্ত মোট ৫ লাখ ৫ হাজার ৮৮৮ জন প্রবাসী নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ৭৫ হাজার ১০৪ জন পুরুষ ভোটার এবং ৩০ হাজার ৭৮২ জন নারী ভোটার। অনুমোদনের অপেক্ষায় আছেন ৭ হাজার ৮৫০ জন।

‎গত ১৮ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

‎এদিকে, তফসিল ঘোষণার পর দেশের ভেতরে শুরু হয়েছে নিবন্ধন প্রক্রিয়া। এক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা নিবন্ধন করছেন। ইতোমধ্যে, চাকরিজীবী ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৪৫৮। এর মধ্যে ৫৭ হাজার ৩৩২ জন পুরুষ এবং নারী ২ হাজার ১২৬ জন এবং অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৭, হাজার ৩৬ জন।

‎যে সব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।

‎ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর