Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৪:২৮ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৬

প্রতীকী ছবি।

ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবতীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবতীর বয়স আনুমনিক ২৫ বছর।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন সড়কের পাশ থেকে ওই যুবতীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ জানায়, সড়কের পাশে ওই জায়গায় কচুরলতি তুলতে যায় স্থানীয়রা। সেখানে বিবস্ত্র অবস্থায় এক যুবতীর মরদেহ পরে থাকতে দেখে ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল আল মামুন শাহ জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ওই যুবতীর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়া উদ্ধারের সময় হাত বাঁধা পাওয়া যায়। ওই যুবতীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

দেশের পথে ওসমান হাদির মরদেহ
১৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৯

আরো

সম্পর্কিত খবর