Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৬ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা তাহেরুজ্জামান আকাশ (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স মোকাররম ভবনের নিচতলা থেকে ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালযের প্রক্টর অধ্যাপক অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘আজ বিকেল ৩টায় খুলনা বিভাগের ভর্তি পরীক্ষা ছিল। কম্পিউটার সাইন্স ভবনের বারান্দায় হঠাৎ অসুস্থ হয়ে পরে ওই শিক্ষার্থী। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।’

বিজ্ঞাপন

জানা গেছে, ওই শিক্ষার্থীর বাড়ি পিরোজপুর জেলায়। তার বাবার নাম ইসমাঈল হোসাইন। তার বাবাকে খবর দেওয়া হয়েছে। তিনি গাজীপুর থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত শিক্ষার্থীর মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

দেশের মাটিতে ওসমান হাদির মরদেহ
১৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৩

আরো

সম্পর্কিত খবর