Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৭:১৭

র‌্যাবের অভিযানে উদ্ধার করা অস্ত্র। ছবি: সারাবাংলা

কুমিল্লা: কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানার সংরাইশ এলাকায় বিশেষ অভিযানে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১১। তবে অভিযানের সময় সন্ত্রাসীরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সংরাইশ এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১১-এর একটি বিশেষ দল। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় এলজি এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সন্ত্রাসীরা কোতয়ালি মডেল থানার সংরাইশ এলাকার ক্যাফে ৩৫০০-এর উত্তর পাশে গোমতী নদীর তীরে সন্ত্রাসী কার্যক্রম ও বিভিন্ন অপরাধ সংঘঠনের উদ্দেশ্যে অবস্থান করছিল। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা একটি ব্যাগ ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় উদ্ধার করা অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

র‌্যাব-১১-এর কুমিল্লার উপ-পরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের দমন করতে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।