নওগাঁ: ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদির হত্যার বিচার ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে নওগাঁয় কফিন মিছিল করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে দুপুর দুইটার দিকে মুক্তির মোড় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এই কফিন মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহরের কেডির মোড় এলাকায় পুলিশ সুপারের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে পুলিশ সুপারের বাসভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে প্রায় দুই ঘন্টাব্যাপী বিক্ষোভ করেন তারা।
এসময় তারা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসে তাদেরকে আশ্বস্ত করলে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে সন্ধ্যায় মশাল মিছিলের ঘোষণা দিয়ে তার বাসভবনের সামনে থেকে চলে যান।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আরমান হোসেন, তানজিম বিন বারী, ফজলে রাব্বি, সাদনান সাকিব, জামায়াতে ইসলামী নওগাঁ সদর উপজেলা শাখার আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির নওগাঁ জেলা শাখার সভাপতি আব্দুর রাকিব, এনসিপির নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ওসমান হাদি চলে গেছে কিন্তু এই বাংলাদেশে এখন লাখো ওসমান হাদি তৈরি হবে। ৫ আগস্টের পর আমরা অনেক সুশীলতা দেখিয়েছে নওগাঁর মাটিতে এখন থেকে আর কোনো সুশীলতা প্রশাসনকে দেখানো হবে না। আমাদের ভাইয়েরা গুলি খেয়ে রাস্তায় মরে আর এসপি এসি রুমের মধ্যে থেকে বলে আমরা কোনো ব্যবস্থা নিতে পারব না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নওগাঁর সকল আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করা হয় তাহলে এসপি আর এই বাসভবনে থাকতে পারবে না। তাকে আর এসপি অফিসের চেয়ারে বসতে দেওয়া হবে না। এসপি হয়তো বলবে আমি নতুন এসেছি, কিন্তু আমরা বলে দিতে চাই আপনার ওই চেয়ার নতুন না, আমার ভাইয়ের রক্ত নতুন না। কাজে কাজ করার সময় বুঝে শুনে করবেন। নয়তো পরিনতি ভালো হবে না।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘আমরা ফ্যাসিস্টের দোসরদের গ্রেফতারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত তিন দিনে ২৩ জন ফ্যাসিস্টের দোসরকে গ্রেফতার করা হয়েছে। সারা নওগাঁ জেলাব্যাপী আমাদের অপারেশন ডেভিল হ্যান্ট পরিচালিত হচ্ছে।’