জুলাই আন্দোলনের সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সারাদেশ। এই ঘটনার বিচার দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সারাদেশে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ জনগণ এসব কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ চলাকালে ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’, ‘দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি’, ‘পেতে চাইলে মুক্তি ছাড়ো ভারত ভক্তি’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দিতে শুনা যায়।
সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদন-
নওগাঁ: শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে সন্ধ্যা ৭টার দিকে শহরের জেলা পরিষদ পার্কের সামনে থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তির মোড় এলাকার জুলাই স্মৃতি স্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আরমান হোসেন, ফজলে রাব্বি, তানজিম বিন বারী, সাদনান সাকিব, রাফিউল বারি রাজন, রাফি রেজোয়ান, মেহেদী হাসানসহ অন্যরা বক্তব্য দেন।
এদিকে জুমা নামাজের পর নওজোয়ান মাঠ থেকে একটি কফিন মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নওজোয়ান মাঠে এসে শেষ হয়।
সাতক্ষীরা: ওসমান হাদির মৃত্যুতে সাতক্ষীরায় সর্বদলীয় ছাত্রদের উদ্যোগে গায়েবানা জানাজা ও শহর শিবিরের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা খুলনার মোড় সংলগ্ন আসিফ চত্বরে গায়েবানা জানানা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন শহর শিবিরের সাবেক সভাপতি জিয়াউর রহমান। এর পর সেখান থেকে ছাত্র শিবিরের নের্তৃত্বে বিক্ষোভ শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেটে যেয়ে শেষ হয়।
বিক্ষোভ পরবর্তি প্রতিবাদ সভায় বক্তব্য দেন- শিবিরের সাবেক সভাপতি ও সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, শহর শিবির সেক্রেটারি মেহেদী হাসান, সাবেক সভাপতি জিয়াউর রহমান ও সমন্বয়ক আরাফাত হোসেন প্রমুখ।
নীলফামারী: শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিকেলে নীলফামারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গায়েবানা জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন নীলফামারী শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ, সদর উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি আহমেদ রায়হান, ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম, সেক্রেটারি সেলিম উদ্দিন এবং শহর যুব বিভাগের সভাপতি শরিফুল ইসলাম।
গায়েবানা জানাজা নামাজ পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম।
সুনামগঞ্জ: সুনামগঞ্জে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ ও ছাত্র শক্তি। বিকেলে শহরের প্রাণকেন্দ্র আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ও সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক, জেলা এনসিপি আহ্বায়ক উসমান গণী, ফয়সল আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক শাহীন আলম।
পৃথক মিছিলে ছাত্র জমিয়তের পক্ষে বক্তব্য দেন- জেলা ছাত্র জমিয়ত নেতা তোহা হোসাইন, হাফিজ হেলাল আহমেদ, ইয়াহিয়া ও রিয়াজ উদ্দিন। এ ছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা আব্দুল্লাহ গাজী নগরী, পৌর জমিয়ত নেতা আসাদ আহমেদ এবং সদর উপজেলা যুব জমিয়ত নেতা নাছির উজ্জামান প্রমুখ।
রাবি (রাজশাহী): শরিফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে ক্যাম্পাসের মূল সড়ক পদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এ সময় বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু’র) সাধারণ সম্পাদক ( জিএস) সালাউদ্দিন আম্মার ও রাকসু’র সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদসহ অন্যান্যরা।
খুলনা: শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদ ও চলমান অনবরত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে খুলনায় বিক্ষোভ ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বাদ জুমা মহানগরীর বায়তুন নুর মসজিদ প্রঙ্গন থেকে মিছিল শুরু হয়ে শিববাড়ির মোড়ে এসে বিক্ষোভ সমাবেশ ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। খুলনার বিপ্লবী ছাত্রজনতা এসব কর্মসূচি পালন করেন।
সমাবেশে বক্তব্য দেন জুলাই যোদ্ধা আল শাহরিয়ার, মোহাম্মদ রফিকুল ইসলাম, আবুজার আলকামা, ড. আব্দুল্লাহ চৌধুরী, তাসনিম চৌধুরী, মিরাজ হোসেন, সাইফ নেওয়াজ ও নিয়াজ আলম রনি প্রমুখ।
কুড়িগ্রাম: শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।
বাদ জুমা উপজেলা মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে মিলিত হয়। সেখানে দুপুর ২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক ব্লকেড করে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা।
ব্লকেড কর্মসূচিতে বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন, সদস্য সচিব খন্দকার আল ইমরান, সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান প্রমুখ।
ময়মনসিংহ: শরিফ ওসমান হাদির মৃত্যুতে ময়মনসিংহে ইসলামী ছাত্র শিবির মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জুমার নামাজের পর নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গাঙ্গিনারপাড় মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে মহানগর ছাত্র শিবির সেক্রেটারি ডা. ফাউজান আব্দুর রহমান, অফিস সম্পাদক মাজহারুল ইসলাম ও মিডিয়া সম্পাদক সালমান সোয়াদ বক্তব্য দেন।
ইবি (কুষ্টিয়া): শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এদিন দুপুর তিনটার দিকে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
এর আগে বাদ জুমা ক্যাম্পাসের বটতলায় ওসমান হাদির মাগফেরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য দেন।
পিরোজপুর: শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে কফিন মিছিল করেছে সর্বদলীয় ছাত্র-জনতা। এদিন বিকেলে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ থেকে মিছিলটি শুরু হয়।
কফিন হাতে নিয়ে বিক্ষোভকারীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিও অফিস চত্বরে গিয়ে সমবেত হয়। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিভিন্ন স্লোগানে এলাকা মুখর করে তোলে এবং দ্রুত হত্যাকারীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক করে বিচারের আওতায় আনার দাবি জানায়।
সমাবেশে বক্তব্য দেন পিরোজপুর জুলাই মঞ্চের মুখ্য প্রতিনিধি তাহমিদ আল নাসিব। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়ক মো. আল আমিন খান ও মাহবুবুল আলম নাঈম, পিরোজপুর পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি এইচ এম মামুন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সমন্বয়ক শাহ নেওয়াজ অভি, জেলা জুলাই যোদ্ধা কমিটির মূখ্য সংগঠক তাহমিদ আল নাসিব, পিরোজপুর পৌরসভা ছাত্র শিবিরের সভাপতি মো. রাকিব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মইন আহমেদসহ বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার পর ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে এবং ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে হাদির মারা যাওয়ার খবর জানানো হয়।
গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে গত সোমবার সিঙ্গাপুরে নেওয়া হয়।