Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ০৯:০৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: লন্ডন সফর সংক্ষিপ্ত করে এয়ারপোর্টে ফিরেই শহিদ ওসমান হাদির মরদেহ দেখতে গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২০ ডিসেম্বর) সকালে দলের আমির ডা. শফিকুর রহমান লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা শহিদ শরিফ ওসমান হাদির মরদেহ দেখতে যান। এ সময় আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান শহিদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে সান্ত্বনা দেন। পরে সকলকে নিয়ে মহান আল্লাহর দরবারে শহিদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা ও তার শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, আজ বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজায় আমিরে জামায়াতসহ শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গত ১৭ ডিসেম্বর যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ২১ ডিসেম্বর তার দেশে কথা থাকলেও একদিন আগেই তিনি দেশে ফিরলেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

যমুনা গ্রুপে চাকরির সুযোগ
২০ ডিসেম্বর ২০২৫ ০০:৪২

আরো

সম্পর্কিত খবর