Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে হাদির গায়েবানা জানাজা ও শোক র‍্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ১৬:৪০

নরসিংদী জজ কোর্ট মসজিদের সামনে গায়েবানা জানাজা আদায় করা হয়। ছবি: সারাবাংলা

নরসিংদী: নরসিংদীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর নরসিংদী জজ কোর্ট মসজিদের সামনে এই গায়েবানা জানাজা আদায় করা হয়।

এতে নরসিংদীর বিভিন্ন এলাকার ছাত্র-জনতা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। জানাজা নামাজের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শরীফ উসমান হাদির হত্যার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

গায়েবানা জানাজা শেষে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদীর জেলখানার মোড় (তাহমিদ চত্বরে) এসে শেষ হয়। সেখানে অংশগ্রহণকারীরা শোক ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর