ময়মনসিংহ: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
রোববার (২১ ডিসেম্বর) সকালে মেডিকেল কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।
মিছিল থেকে ভারতের আধিপত্যের বিরুদ্ধে সকলকে ঐকমত্য হওয়ার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে হাদির খুনিদের অবিলম্বে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি জানান তারা।
এ সময় মিছিল থেকে ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘শহিদ হাদির রক্ত বৃথা যেতে দেব না’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, হাদি হত্যার বদলা নেব’সহ নানা স্লোগান দেন তারা।