Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর-৩ আসনে সামসুজ্জামান সামুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ১৮:১৫

রংপুর: রংপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনিত প্রার্থী ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে রংপুর সদর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন সামসুজ্জামান সামু’র নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সুলতান আলম বুলবুল। এসময় জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুসহ মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

ফরম সংগ্রহ শেষে সুলতান আলম বুলবুল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘রংপুর-৩ আসনের জনগণের পক্ষ থেকে সামসুজ্জামান সামুর প্রতিনিধিত্ব করার একটা জোরালো দাবি রয়েছে। জনগণের সেই আস্থার প্রতি সম্মান রেখেই এগিয়ে যাচ্ছেন তিনি।’

বিজ্ঞাপন

রংপুর-৩ (সদর) আসনটি ঐতিহ্যগতভাবে বিএনপি ও জাতীয় পার্টির মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ২০১৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির তৎকালীন চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, পরবর্তী নির্বাচনে বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এই আসনে বিজয়ী হন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর