Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা-১ আসনে শরীফুজ্জামান শরীফের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৬

শরীফুজ্জামান শরীফের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ তার প্রধান নির্বাচনি এজেন্ট রেজাউল করিম মুকুট।

চুয়াডাঙ্গা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমানের কাছ থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন তার প্রধান নির্বাচনি এজেন্ট রেজাউল করিম মুকুট।

এ সময় আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আ স ম আব্দুর রউফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনা, বিএনপি জ্যেষ্ঠ নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চুয়াডাঙ্গা-১ আসনে স্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ১৭৯টি এবং ভোটার সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৭১৮ জন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর