রাজবাড়ী: রাজবাড়ীতে যাত্রীবাহী বাসচাপায় কনিকা (৯) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চর নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কনিকা খাতুন কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চর নারায়ণপুর গ্রামের মো. কাদের মণ্ডলের ছোট মেয়ে। সে স্থানীয় চর নারায়ণপুর মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা বলেন, কনিকা রাস্তা পার হবার সময় এসবি ডিলাক্স কোম্পানির একটি বাস শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটি ঘটনাস্থলে আটকাতে ব্যর্থ হলেও পরে পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় বাসটি আটক করা হয়। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী এসবি ডিলাক্স কোম্পানির আরও দুটি বাস প্রায় তিন ঘণ্টা ঘটনাস্থলে আটকে রাখে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ওই বাসগুলোর যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দীন বলেন, ‘বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটক রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’