রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরুর পর রংপুর জেলার ৬টি আসনে মোট ১৫ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) বিকেল পর্যন্ত এই সংখ্যা নিশ্চিত করেছে জেলা নির্বাচন অফিস। তবে এখনো কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
এখন পর্যন্ত বিএনপির ৫ জন মনোনীত প্রার্থী ফরম তুলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে ফরম সংগ্রহ হয়েছে এবং জামায়াতে ইসলামীর কয়েকজন প্রার্থীও সক্রিয়। এতে রংপুরে নির্বাচনি উত্তেজনা বাড়ছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানাই।’
গঙ্গাচড়া ও সিটি অংশ নিয়ে গঠিত রংপুর-১ আসনে ইতোমধ্যে মনোনয়ন ফরম তুলেছেন বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন ও স্বতন্ত্র হিসেবে যুক্তরাজ্যপ্রবাসী ব্যারিস্টার মঞ্জুম আলী।
বদরগঞ্জ-তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-২ আসনে জামায়াত প্রার্থী কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ও বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী সরকার দলীয় মনোনয়ন ফরম তুলেছেন। এদিকে এখনো কোনো দল থেকে চূড়ান্ত না হলেও ইতোমধ্যে সাবেক সংসদ সদস্য আনিসুল ইসলাম মন্ডল ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আমিনুর রহমান স্বতন্ত্র হিসেবে ফরম তুলেছেন।
সদর ও সিটি অংশ নিয়ে গঠিত রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর পক্ষে প্রধান এজেন্ট সুলতানুল আলম বুলবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল ও স্বতন্ত্র হিসেবে তৃতীয় লিঙ্গের নেত্রী আনোয়ারা ইসলাম রানী মনোনয়ন তুলেছেন।
কাউনিয়া-পীরগাছা নিয়ে গঠিত রংপুর-৪ আসনে জামায়াত প্রার্থী এটিএম আজম খান। তবে বিএনপির মনোনীত এমদাদুল হক ভরসা এখনো ফরম তুলেননি। দলীয় মনোনয়ন এখনো কোনো দল থেকে চূড়ান্ত না হলেও ইতোমধ্যে ফখরুজ্জামান মনোনয়ন ফরম তুলেছেন।
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বিএনপি প্রার্থী গোলাম রব্বানী ও সিপিবি প্রার্থী আবু হেলাল মনোনয়ন তুলেছেন।
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম, জামায়াত প্রার্থী নুরুল আমিন ও ইসলামী আন্দোলনের সুলতান মাহমুদ মনোনয়ন তুলেছেন।
বিএনপির প্রার্থীদের এজেন্টরা বলেন, ‘নির্বাচন উৎসবমুখর হবে। কোনো শঙ্কা নেই। রংপুরে বিএনপি ইতিহাস গড়বে।’
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে জাতীয় পার্টি অংশ নেবে এবং বিশাল বিজয় অর্জন করবে। আমরা ৩০০ আসনেই প্রস্তুত, কিন্তু জনপ্রিয় ও দক্ষ প্রার্থী যাচাই করে চূড়ান্ত করব।’
নির্বাচন কমিশনের তফসিল অনুসারে, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে এবং ভোটগ্রহণ ফেব্রুয়ারি ২০২৬-এ। রংপুরে এখন পর্যন্ত কোনো ফরম জমা না পড়লেও আগামী দিনগুলোতে প্রার্থীদের ভিড় বাড়বে বলে আশা করা হচ্ছে। এই প্রাথমিক তৎপরতা রংপুরে নির্বাচনি প্রতিযোগিতাকে তীব্র করে তুলেছে, যেখানে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির মতো দলগুলো প্রধান প্রতিদ্বন্দ্বী।