Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৩:০২ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৬

গুলিবিদ্ধ এনসিপির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদার।

খুলনা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ মণ্ডল বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে, গত ৩০ নভেম্বর খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দিনে দুপুরে দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর
২২ ডিসেম্বর ২০২৫ ১২:৪২

আরো

সম্পর্কিত খবর