Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডেইলি স্টার বা প্রথম আলো নয়, গণতন্ত্রের ওপর আঘাত এসেছে’

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৭ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৭:৪১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: ডেইলি স্টার বা প্রথম আলোর ওপর নয়, বরং গণতন্ত্রের ওপরই আঘাত এসেছে— এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, স্বাধীনভাবে চিন্তা ও মত প্রকাশের অধিকার ক্ষুণ্ন হয়েছে, যা সরাসরি দেশের গণতান্ত্রিক চর্চার ওপর হামলার শামিল।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব) আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমার কথা বলার অধিকার, স্বাধীনভাবে চিন্তা করার অধিকার আবার আঘাতপ্রাপ্ত হয়েছে। জুলাই যুদ্ধের ওপর আঘাত এসেছে। কারণ জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ।

বিজ্ঞাপন

তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বা সংগঠনের ব্যানারে নয়, বরং সব গণতন্ত্রকামী মানুষের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

নিজের বয়স ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমি জানি না এই মুহূর্তে আমরা কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমার বয়স ৭৮ বছর। সারা জীবন সংগ্রাম করেছি একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখার জন্য। আজ যে বাংলাদেশ দেখছি, এমন স্বপ্ন আমি কখনো দেখিনি।

তিনি আরও বলেন, শুধু সচেতন হলেই চলবে না, এখন রুখে দাঁড়াতে হবে। মানববন্ধন বা সংহতি প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সর্বক্ষেত্রে সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে রুখে দিতে হবে।

উল্লেখ্য, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সম্পাদক পরিষদ ও নোয়াব এই সভার আয়োজন করে। সভা শেষে অংশগ্রহণকারীরা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পাশের সড়কে মানববন্ধন করেন।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর