কুষ্টিয়া: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ও জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে জেলার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এই এলাকার মানুষই আমার শক্তি। আমি রাজনীতি করি সেবা, দায়িত্ব ও আমানতদারিত্বের ভিত্তিতে। জনগণের অধিকার রক্ষা, এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এগুলোই আমার প্রধান অঙ্গীকার।’
তিনি আরও বলেন, ‘রিকশা মার্কা শুধু একটি প্রতীক নয়; এটি সৎ নেতৃত্ব, ন্যায়বিচার ও জনসেবার প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ সুযোগ পেলে কুষ্টিয়া-২ আসনকে দুর্নীতিমুক্ত উন্নয়নের দৃষ্টান্তে পরিণত করব।’
এ সময় খেলাফত মজলিসের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।